মহান বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের স্মারক নং-৪৩.২৬.০০০০.০০২.২৩.১৪৮.১৮.৪৩/১(২) তাং-১৯.১১.২০১৯ এর নির্দেশনার আলোকে জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ ‘জেলা প্রশাসন, হবিগঞ্জ’ এর সার্বিক সহযোগিতায় রচনা, বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আহবান জানানো যাচ্ছে।
ক) রচনা প্রতিযোগিতা:
ক্র.নং |
গ্রুপ |
শ্রেণি |
রচনা প্রতিযোগিতার বিষয় |
শব্দসীমা |
১ |
ক |
পঞ্চম-অষ্টম |
আমাদের বিজয় দিবস |
১০০০ |
২ |
খ |
নবম-দ্বাদশ |
বিজয় দিবসের উৎসব |
১২০০ |
৩ |
গ |
স্নাতক-স্নাতকোত্তর |
মুক্তিযুদ্ধে বিদেশীদের ভূমিকা |
১৫০০ |
৪ |
ঘ |
সর্বসাধারণ |
সাহিত্য ও সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ |
১৮০০ |
খ) চিত্রাংকন প্রতিযোগিতা:
ক্র.নং |
গ্রুপ |
বয়সসীমা |
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয় |
১ |
ক |
অনূর্ধ ৭ বছর |
উন্মুক্ত |
২ |
খ |
অনূর্ধ ১২ বছর |
বিজয়ের দিবসের আনন্দ |
৩ |
গ |
প্রতিবন্ধী |
বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য |
রচনা ও বইপাঠ বিষয়ে প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য: রচনা প্রতিযোগিতায় প্রতিযোগীকে স্বহস্তে লিখিত রচনা জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জে জমা দিতে হবে। বইপাঠ প্রতিযোগিতার ফরম জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ থেকে সংগ্রহ করে অত্র গ্রন্থাগারেই জমা দিতে হবে। রচনা ও পূরণকৃত বইপাঠ প্রতিযোগিতার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৭.১২.২০১৯ খ্রিঃ ।
চিত্রাংকন প্রতিযোগিতার বিষয়ে জ্ঞাতব্য: চিত্রাংকন প্রতিযোগিতা জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ-এ ১৭.১২.২০১৯ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
পুস্তক প্রদর্শনী: জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ এর কার্যালয় চত্বরে ১৭.১২.২০১৯ খ্রিঃ থেকে ১৮.১২.২০১৯ খ্রি: তারিখ পর্যন্ত মোট ০২(দুই) দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
শর্তাবলী:
১. রচনা A4 আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।
২. ছাত্রছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এবং অন্যান্য প্রতিযোগির রচনা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে।
৩. রচনায় অবশ্যই জমাদানকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
৪. রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
৫. চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রত্যেক প্রতিযোগীকে ১৫.১২.২০১৯ তারিখের মধ্যে অত্র গ্রন্থাগারে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়স প্রমাণের জন্য জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রত্যয়নপত্র জমা দিতে হবে। চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাগজ/আর্ট পেপার ব্যতীত চিত্রাংকনের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ নিজ দায়িত্বে সঙ্গে আনতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস