Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।
Details

      বাংলা নববর্ষ ১৪২৬ উদ্‌যাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের স্মারক নং-৪৩.২৬.০০০০.০০২.২৩.১৪৯.০৯.৮৬৬/১(৫০) তাং-২৫.০৩.২০১৯ এর নির্দেশনা অনুযায়ী জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ ‘জেলা প্রশাসন, হবিগঞ্জ’ এর সার্বিক সহযোগিতায় রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আহবান জানানো যাচ্ছে।   

ক) রচনা প্রতিযোগিতা:

ক্র.নং

গ্রুপ

শ্রেণি

রচনা প্রতিযোগিতার বিষয়

শব্দসীমা

১.

পঞ্চম-অষ্টম

নববর্ষ ও বৈশাখী মেলা

১০০০

২.

নবম-দ্বাদশ

জাতীয় জীবনে বাংলা নববর্ষের প্রভাব

১২০০

৩.

স্নাতক-স্নাতকোত্তর

দেশে বিদেশে বাংলা নববর্ষ উদ্‌যাপন

১৫০০

৪.

সর্বসাধারণ

বৈশাখী মেলা অসাম্প্রদায়িকতার প্রেরণা

১৮০০

৫.

প্রতিবন্ধী

বৈশাখী মেলার ঐতিহ্য

১০০০

খ) চিত্রাংকন প্রতিযোগিতা:

ক্র.নং

গ্রুপ

বয়সসীমা

চিত্রাংকন প্রতিযোগিতার বিষয়

১.

অনূর্ধ ৭ বছর

উন্মুক্ত

২.

অনূর্ধ ১২ বছর

বৈশাখী মেলা

৩.

প্রতিবন্ধী

বৈশাখী মেলা

রচনা প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য: রচনা প্রতিযোগিতায় প্রতিযোগীকে স্বহস্তে লিখিত রচনা জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জে জমা দিতে হবে। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ১৫.০৪.২০১৯।

চিত্রাংকন প্রতিযোগিতার বিষয়ে জ্ঞাতব্য: চিত্রাংকন প্রতিযোগিতা জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ-এ ১৫.০৪.২০১৯ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

শর্তাবলী:

১. রচনা A4 আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।

২. ছাত্রছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এবং অন্যান্য প্রতিযোগির রচনা জাতীয় পরিচয়পত্রের                     ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে।

৩. প্রতিবন্ধীদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অথবা উপযুক্ত কর্তৃকপক্ষ কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে।

৪. রচনায় অবশ্যই জমাদানকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৫. চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণেচ্ছু প্রত্যেক প্রতিযোগীকে ১১.০৪.২০১৯ তারিখের মধ্যে অত্র গ্রন্থাগারে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় বয়স প্রমাণের জন্য জন্ম সনদের সত্যাযিত কপি দাখিল করতে হবে।

৬. চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের কাগজ/আর্ট পেপার ব্যতীত চিত্রাংকনের জন্য প্রয়োজনীয় অন্যান্য উপকরণ নিজ দায়িত্বে সঙ্গে আনতে হবে।

Attachments
Publish Date
01/04/2019
Archieve Date
30/05/2019