Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে রচনা ও বইপাঠ প্রতিযোগিতা
Details

মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে রচনা ও বইপাঠ প্রতিযোগিতা

 

        মহান বিজয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তরের স্মারক নং-৪৩.২৬.০০০০.০০২.২৩.১৪৮.১৮.৪/১(৬৯) তাং-০৮.১১.২০১৮ এর নির্দেশনা অনুযায়ী জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ ‘জেলা প্রশাসন, হবিগঞ্জ’ এর সার্বিক সহযোগিতায় রচনা ও বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে। এ উপলক্ষে আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য আহবান জানানো যাচ্ছে।   

ক) রচনা প্রতিযোগিতা:

ক্র.নং

গ্রুপ

শ্রেণি

রচনা প্রতিযোগিতার বিষয়

শব্দসীমা

১.

পঞ্চম-অষ্টম

বিজয় দিবসের আনন্দ

১০০০

২.

নবম-দ্বাদশ

মুক্তিযুদ্ধে যুব সমাজের ভূমিকা

১২০০

৩.

স্নাতক-স্নাতকোত্তর

গ্রাম বাংলায় মুক্তিযুদ্ধ

১৫০০

৪.

সর্বসাধারণ

বাংলা চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ

১৮০০

 

 

রচনা প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য: রচনা প্রতিযোগিতায় প্রতিযোগীকে স্বহস্তে লিখিত রচনা জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জে জমা দিতে হবে। রচনা জমা দেওয়ার শেষ তারিখ ২৬.১২.২০১৮।

বইপাঠ প্রতিযোগিতা বিষয়ে জ্ঞাতব্য: বইপাঠ প্রতিযোগিতার ফরম জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ থেকে সংগ্রহ করতে হবে। পূরণকৃত বইপাঠ প্রতিযোযিতার ফরম জমা দেওয়ার শেষ তারিখ ২৬.১২.২০১৮।

শর্তাবলী:

১. রচনা A4 আকারের সাদা কাগজে স্বহস্তে প্রতি পাতার একদিকে লিখতে হবে, উভয় পৃষ্ঠায় লেখা যাবে না।

২. ছাত্রছাত্রীদের রচনা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক এবং অন্যান্য প্রতিযোগির রচনা জাতীয় পরিচয়পত্রের               ফটোকপি অথবা প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নসহ জমা দিতে হবে।

৩. রচনায় অবশ্যই জমাদানকারীর নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

৪. রচনার শব্দসংখ্যা নির্ধারিত সীমার অধিক হলে তা মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।

৫. বইপাঠ প্রতিযোগিতার বইসমূহ জেলা সরকারি গণগ্রন্থাগার, হবিগঞ্জ এর হতে হবে।

 

                                                                                       

 

 

Attachments
Publish Date
14/11/2018
Archieve Date
31/12/2018